
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠান শুরু থেকেই রাজ্যের প্রতিটি জেলার ক্ষুদ্র শিল্পের শিল্পপতিদের থেকে তথ্য নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্রর পাশে বসে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বক্তব্য সবটা শুনলেন। এদিনও তিনি অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, দ্বিতীয় দিনেও একগুচ্ছ প্রকল্পে বিনিয়োগ ও মউ সাক্ষরিত হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রথম দিনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব মিলেছে। প্রথম দিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কাদের তরফ থেকে বিনিয়োগের আশ্বাস পেয়ে বক্তৃতার সময় বেশ উচ্ছ্বসিত ছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বক্তব্যের শুরুতেই জানান, দেউচা-পাচামি খনিতে আজ থেকেই কাজ শুরু হয়েছে। এরপর তিনি বলেন, ''সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। পোল্ট্রি-সহ বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য আন্তরিকতা জ্ঞাপন করেন। এর পাশাপাশি জানান বিভিন্ন দেশের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের ২০টি দেশ আমাদের সহযোগী হয়েছে। আরও ২০টি দেশের প্রতিনিধি-সহ মোট ৪০টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন।'' এরপর উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, ''আগত সাংবাদিকেরা অপেক্ষায় রয়েছেন কত কোটি টাকার লগ্নি প্রস্তাব এল তা শুনতে।'' এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, শুধু আজকেই ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে।'' বৃহস্পতিবারের মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দেব-সহ রাজ্য বিধানসভার একাধিক মন্ত্রী।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও